এক সপ্তাহ ধরে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বেশি





ঢাকা ও ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের তুলনামূলক চিত্র

ঢাকা শহরের চেয়ে এখন ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বেশি। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যে গত এক সপ্তাহ ধরে এমন চিত্র দেখা যাচ্ছে।
অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (২১ আগস্ট সকাল ৮টা থেকে ২২ আগস্ট সকাল ৮টা) নতুন করে আক্রান্তের সংখ্যা ২ শতাংশ কমেছে।
কন্ট্রোল রুমের হিসাবে, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৭ জন, আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭২৮ জন। এরমধ্যে ঢাকা শহরে ৭৬১ জন এবং ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগসহ মোট ৮ বিভাগে এ সংখ্যা ৮৩৬। এর আগের ২৪ ঘণ্টায় (২০ আগস্ট সকাল ৮টা থেকে ২১ আগস্ট সকাল ৮টা) ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হন ৭১১ জন, আর ঢাকার বাইরে ৯১৫ জন।
কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৮৯ জন, আর ঢাকার বাইরে এ সংখ্যা ৯৩৯।
স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার হিসাবে, এ বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৫৯ হাজার ৫৯২ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৩৯৮ জন। এরমধ্যে কেবল এ মাসেই (২২ আগস্ট পর্যন্ত) আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ১৩১।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটি ৮০টি মৃত্যুর ঘটনা পর্যালোচনা করে ৪৭টিকে ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।