এক কলেজের তিন শিক্ষকের ভুয়া সনদের অভিযোগ, তদন্তের নির্দেশ

মাউশি

ভুয়া সনদ দাখিলের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজবাড়ী কলেজের তিন শিক্ষকের সনদ যাচাইয়ের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এছাড়া কীভাবে নিয়োগ হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত আদেশে এই তদন্তের নির্দেশ দেওয়া হয়।

এর আগে, রাজবাড়ী কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক মো. খলিলুর রহমান, ইসলামী শিক্ষা বিষয়ের প্রভাষক মো. আসাদুজ্জামান আল ফারুক এবং গণিতের প্রভাষক মো. ইসহাক আলি ভুয়া সনদ দাখিলের মাধ্যমে নিয়োগ পেয়ে বেতন-ভাতা উত্তোলন করছে বলে অভিযোগ করা হয়।

এই অভিযোগের পর শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালককে তদন্তের নির্দেশ দেয়। একজন পরিচালক সমমর্যাদার কর্মকর্তাকে তদন্ত করে মতামতসহ মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।