চাঁদা না দেওয়ায় সাংবাদিককে হত্যা হুমকির অভিযোগ

রেজাউল করিম প্লাবন

চাঁদা না দেওয়ায় দৈনিক যুগান্তরের সাংবাদিক রেজাউল করিম প্লাবনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোবাইল ফোনে তাকে এই হত্যার হুমকি দেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তি।

এ ঘটনায় শুক্রবার (২৩ আগস্ট)রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেছেন প্লাবন।

রেজাউল করিম প্লাবন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাসুম বিল্লাহ নামে একজন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। ঈদের সময় চিলমারীতে আমার নিজ এলাকায় ত্রাণ বিতরণ করি। এসময় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে একটি সংগঠনের নেতা পরিচয় দিয়ে ১০০টি ত্রাণের স্লিপ দাবি করেন মাসুম বিল্লাহ। স্লিপ না দেওয়ায় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যান।’

সাংবাদিক প্লাবন বলেন, ‘গত বৃহস্পতিবার (২২ আগস্ট) মাসুম বিল্লাহ আবারও আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন। তার দাবি অনুযায়ী আমার ভাই চাঁদা না দেওয়ায় তিনি এখন বেপরোয়া হয়ে উঠেছেন। একারণে তিনি আমাকে হত্যার হুমকি দিচ্ছেন। নিরাপত্তার কথা বিবেচনা করে রাতেই আমি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি।’

হাতিরঝিল থানায় দায়ের করা জিডি নম্বর ৯০০। জিডিটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই  অনাথ মিত্রকে।