মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের সহযোগী গ্রেফতার





গ্রেফতারের প্রতীকী ছবিরাজধানীর মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর সদস্য মো. আবু হানিফ ওরফে ডিস বাদলকে (৩৮) বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪। শুক্রবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা ক্যান্টনমেন্টের বালুঘাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) র‌্যাব-৪-এর অধিনায়ক অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ডিস বাদল ধনী ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহ করে শাহাদাতকে দিতো। এরপর শাহাদাত বিদেশ থেকে ফোন করে চাঁদা চাইতো।
বাদলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার গ্রামের বাড়ি চাঁদপুরে।
বাদলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, সে নিজেকে শাহাদাত বাহিনীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তার কাজ হচ্ছে বিভিন্ন ব্যবসায়ী, শিল্পপতি, ঠিকাদারের মোবাইল নম্বর সংগ্রহ করে শাহাদাতকে সরবরাহ করা। শাহাদাত ফোন করে তাদের কাছে চাঁদা দাবি করতো। এই চাঁদার টাকা বাদল তার বিশ্বস্ত কিছু লোক দিয়ে সংগ্রহ করে হুন্ডির মাধ্যমে শাহাদাতের কাছে পাঠাতো। ডিস বাদলের নামে একাধিক হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।