আর্মি লগ এরিয়া কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধ কর্নার’

১১

মহান মুক্তিযুদ্ধের সংগ্রামী চেতনা ও আত্মত্যাগের ইতিহাস ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ঢাকা সেনানিবাসের পুরাতন লগ এরিয়া ভবনে অবস্থিত ফাইনান্স কন্ট্রোলার (আর্মি) লগ এরিয়া কার্যালয়ে স্থাপন করা হয়েছে ‘মুক্তিযুদ্ধ কর্নার’।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এফসি (আর্মি) লগ এরিয়া কার্যালয়ের গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘মুক্তিযুদ্ধ কর্নার’ স্থাপন করা হয়।

আইএসপিআর জানায়, রবিবার (২৫ আগস্ট) সিনিয়র ফাইনান্স কন্ট্রোলার (আর্মি) কার্যালয়ের সভাকক্ষে একটি আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মোহাম্মদ ইকবাল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন করেন। সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) মনোয়ারা হাবীব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) লগ এরিয়া মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধ কর্নার’ স্থাপনের উদ্দেশ্য ও প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা ‘মুক্তিযুদ্ধ কর্নার’ ঘুরে দেখেন।