কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

বাসের চালক মো. রাসেলকুমিল্লার লাকসামে তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি বাসের চালক মো. রাসেলকে গ্রেফতার করেছে কুমিল্লা হাইওয়ে পুলিশ। সোমবার রাতে দিনাজপুরের বীরগঞ্জের আওলাপুরি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৭ আগস্ট) তাকে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। রাসেল নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সুরহলি গ্রামের মিজান উদ্দিনে ছেলে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার আসামি রাসেল ওই বাসের চালক ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, একই ঘটনায় অভিযুক্ত বাসের হেলপার ইয়াছিন পলাতক রয়েছে।
প্রসঙ্গত, রবিবার (১৮ আগস্ট) দুপুরে কুমিল্লা-নোয়াখালী সড়কের লালমাই উপজেলার জামতলা এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ আটজন নিহত হয়। তাদের মধ্যে তিনজন নারী। নিহত অপর দু’জন হলেন হোটেল বয় এবং সিএনজি চালক। আহত হন বাসের তিন থেকে চারজন যাত্রী।

আরও পড়ুন: কুমিল্লায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৮