সারাদেশে ২৪ ঘণ্টায় হাসপাতালে ৭৯৩ ডেঙ্গু রোগী

single pic template-1গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালে নতুন ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৯৩ জন। এই সময়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করা রোগীর সংখ্যা ৮২৭ জন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ভর্তি হয়েছেন ৩২৫ জন ও ছাড়পত্র নিয়েছেন ৩৫০ জন। ঢাকার বাইরে নতুন ভর্তি হয়েছেন ৪৬৮ জন ও ছাড়পত্র নিয়েছেন ৪৭৭ জন।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন তিন হাজার ৩৩৭ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরীতে এক হাজার ৭০৪ এবং ঢাকার বাইরে এক হাজার ৬৩৩ জন রয়েছেন।

ইতোমধ্যে সারাদেশে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের শতকরা ৯৫ ভাগ ছাড়পত্র নিয়ে চলে গেছেন।