১০ তরুণকে স্বীকৃতি দিচ্ছে জেসিআই বাংলাদেশ





স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৮টি ক্যাটাগরিতে ১০ তরুণকে স্বীকৃতি দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ (জেসিআই বাংলাদেশ)। আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় হোটেল রেডিসন ব্লুতে এক অনুষ্ঠানে এই তরুণদের হাতে ‘টয়োপ বাংলাদেশ ২০১৯’ সম্মাননা তুলে দেবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রবিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির প্রেসিডেন্ট ইরফান ইসলাম।
তিনি জানান, ব্যবসায়, নেতৃত্ব, চিকিৎসা, সংস্কৃতি, পরিবেশ, স্পোর্টস, টেকনোলজি, মানবিক উদ্যোগ ক্যাটাগরি থেকে ১০ জনকে নির্বাচন করা হয়েছে। ২০১৩ সাল থেকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য তরুণদের উৎসাহিত করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেসিআই বাংলাদেশ ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে বিশ্বের ১২০টি দেশে এটি কাজ করছে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সারাহ কামাল, কোষাধ্যক্ষ ও টয়োপ কমিটির চেয়ারম্যান সাকিব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।