কারবালা স্মরণে তাজিয়া মিছিল

01

আজ ১০ মহররম। পবিত্র আশুরা। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করা হয় দিনটিকে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবসটি উদযাপনে শোকের স্মৃতি নিয়ে রাজধানীর হোসনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল। শোক প্রকাশে বুক চাপড়ে মাতম করেন মিছিলে উপস্থিত ব্যক্তিরা।

মিছিলের প্রথম অংশে দুটি কালো গম্বুজ বহন করা হয়েছে বিবি ফাতেমাকে স্মরণ করে। এছাড়া লাল, কালো, সবুজসহ নানা রঙয়ের নিশান বহন করেছেন মিছিলে অংশগ্রহণকারীরা।

হিজরির সাল অনুসারে ১০ মহররম কারবালার প্রান্তরে হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিন। কারবালার রক্তাক্ত স্মৃতি স্মরণে নিজের দেহে ছুরি দিয়ে আঘাত করে রক্ত ঝরিয়ে মাতম করেন শিয়া সম্প্রদায়ের মানুষেরা। তবে এবার পুলিশের অনুরোধে নিরাপত্তা স্বার্থে ছুরি দিয়ে মাতম করতে দেখা যায়নি।

মিছিলকে ঘিরে পুলিশের নিরাপত্তা বলয় দেখা গেছে।  

মিছিলটি বকশীবাজার রোড, নিউ মার্কেট এবং ধানমন্ডি ২ নম্বর সড়ক পার হয়ে ধানমন্ডি লেকে শেষ হয়।

আরও খবর: আজ পবিত্র আশুরা