ঢাবি লোক প্রশাসন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের ৪৯তম ব্যাচের নবীনবরণ ও ৪৪তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘লোক প্রশাসন দিবস-২০১৯’ শিরোনামের এই অনুষ্ঠান হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ। এছাড়াও বক্তব্য দেন অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, ঢাবি লোক প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আকতার হোসেন চৌধুরী এবং মহাসচিব ফজলুল হক আরিফ।

বিভাগের সহযোগী আধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবীর।

বিভাগীয় শিক্ষক ছাড়াও বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তারুণ্যের শক্তি অদম্য, এই অদম্য শক্তিই পারবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে।’ প্রশাসনসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সময় বঙ্গবন্ধুর জীবনাদর্শন অনুসরণ করে মানুষের সেবা করার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল বিভাগের শিক্ষার্থীদের আংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।