‘নতুন জঙ্গি যেন তৈরি না হয় সে বিষয়ে নজরদারি আছে’

মোহাম্মদ শফিকুল ইসলাম

জঙ্গিবাদ ও মাদক প্রসঙ্গে নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদ এমন একটি মতবাদ, এর থেকে ফিরিয়ে আনা দুরূহ। মানুষকে বোঝানোর জন্য বাড়ি বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি। নতুন জঙ্গি যেন তৈরি না হয়, সে বিষয়ে নজরদারি আছে। যারা জঙ্গিবাদে জড়িয়ে গেছে, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পুলিশের ওপর আক্রমণের বিষয়ে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ডিএমপি কমিশনার।

মাদক নিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘মাদকের সাপ্লাই চেইন বন্ধে পুলিশ কাজ করছে। কিন্তু চাহিদা বন্ধ করা না গেলে পৃথিবীর কোথাও মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। আপনার সন্তান যেন মাদকে না জড়িয়ে যায়, সেজন্য আপনাকেই নজর রাখতে হবে। আপনার সন্তান মাদকে জড়িয়ে গেলে আমাদের সহযোগিতা নিন। আমরা তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করবো।’

পুলিশ সদস্যদের হুঁশিয়ারি জানিয়ে কমিশনার বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স রয়েছে। পুলিশের কোনও সদস্য যদি মাদক সংশ্লিষ্টতায় কোনোভাবে অংশীদার হয়ে থাকে, তাহলে তাকে আমরা মাদক ব্যবসায়ীর মতোই ট্রিট করবো। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

রাজনৈতিকভাবে পুলিশ ব্যবহৃত হওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘পুলিশ আইন ও বিধি অনুযায়ী কাজ করে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।’

সার্বিকভাবে পরিস্থিতি যেমনই হোক দায়িত্ব অস্বীকার করে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার।