ঢাবি’র প্রতি সম্মান রেখে রাব্বানীর পদত্যাগ করা উচিত: নুর

নুরুল হক নুর ও গোলাম রাব্বানীঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে গোলাম রাব্বানীকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়েছেন ডাকসু সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নুর বলেন, ‘বিভিন্ন ছাত্র সংগঠন থেকে এবং আমিও তাকে (রাব্বানীকে) ডাকসু থেকে পদত্যাগের আহ্বান জানাই। আমি আগে থেকেই এটা বলে আসছি। কারণ তিনি এই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সম্মান রেখে তার উচিত পদত্যাগ করা।’

রাব্বানীর ‘দাঁতভাঙা জবাবের’ হুঁশিয়ারির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি (রাব্বানী) সব সময় ক্ষমতার দাপট দেখিয়ে আসছেন। ইতোমধ্যে অনৈতিক কর্মকাণ্ডের জন্য সংগঠনের পদ হারিয়েছেন। এখন এই ধরনের হুমকি-ভয় দেখানো আরেকটা নৈতিক স্খলন। এর জন্য তার পদত্যাগ করা উচিত। কারণ তিনি কোনও ব্যক্তির উদ্দেশে যৌক্তিকভাবে কথা বলতে পারেন, কিন্তু হুমকি দিতে পারেন না। ডাকসুর জিএসের কাছ থেকে এ ধরনের আচরণ কখনও কাম্য নয়। এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য হলেও তার পদত্যাগ করা উচিত।’ 

প্রসঙ্গত, নুর ডাকসু জিএস পদ থেকে রাব্বানীর ইস্তফা দাবি করেছেন এমন কথা শোনার পর তিনি নুরকে হুঁশিয়ারি দেন। ডাকসুতে ষড়যন্ত্র হলে এর দাঁতভাঙা জবাব দেবেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাব্বানী।

আরও পড়ুন- পদত্যাগ চাওয়ায় নুরকে দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি রাব্বানীর