X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

‘আসবো আসবো’ বলে ১১ দিন, তবু আসলেন না রাব্বানী

সিরাজুল ইসলাম রুবেল
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪:৫২




গোলাম রাব্বানী ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদে এখনও রয়েছেন গোলাম রাব্বানী। দলীয় পদ হারানোর পর থেকে এখন পর্যন্ত ১১ দিন ডাকসুতে আসেননি তিনি। কবে আসবেন এমন প্রশ্নের জবাবে ‘আসবো’ ‘আসবো’ বললেও তার আর দেখা মেলেনি। রাব্বানী ডাকসুতে আদৌ আসবেন কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন ভিপি নুরুল হক নুর। রাব্বানী দলীয় পদ হারানোর পর থেকেই তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে আসছেন নুর।

এদিকে ডাকসুর সভা ডাকার এখতিয়ার জিএসের। কিন্তু তার অনুপস্থিতিতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেন ভিপি নুর। তার অভিযোগ, জিএসের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা ছিল, কিন্তু তিনি না থাকায় পরিপূর্ণ আলোচনা হচ্ছে না।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ডাকসুর সভা হওয়ার কথা রয়েছে। সেখানে রাব্বানীর পদে থাকার বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানা গেছে।

ভিপি নুর বাংলা ট্রিবিউনকে জানান, ‘জিএস প্রায় ১১ দিন ডাকসুতে আসছেন না। তিনি না থাকায় ডাকসুতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আগে তাকে পদত্যাগের আহ্বানও জানিয়েছি। কিন্তু তিনি ডাকসুতেও আসছেন না, আবার কোনও সিদ্ধান্ত জানাচ্ছেন না। বৃহস্পতিবার ডাকসুর সভা হওয়ার কথা রয়েছে। সেখানে জিএসের পদের বিষয়ে আমাদের অবস্থান কী তা আলোচনা হবে।’

এর আগে, গোলাম রাব্বানীর কাছে বেশ কয়েকদিন ‘ডাকসুতে কবে আসবেন’ জানতে চাইলে তিনি প্রতিবারই জানিয়েছেন ‘কাল আসবেন’। তবে তিনি আর আসেননি।

ডাকসুর সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ‘জিএস সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় তার কার্যালয়ে এসেছিলেন। এরপর তিনি আর ডাকসুতে আসেননি।’

এ বিষয়ে ডাকসুর সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘কাল (বৃহস্পতিবার) ডাকসুর সভা হওয়ার কথা রয়েছে। আবাসন সংকট, গণপরিবহন, সান্ধ্যকালীন কোর্স ইত্যাদি নিয়ে আলোচনা হবে।’ সভায় ডাকসুর জিএস আসবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘দেখা যাক, তার আসার সম্ভাবনাই বেশি।’

সার্বিক বিষয়ে জানতে ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের ফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি
শতভাগ পাস ও ফেল প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে
সর্বশেষ খবর
জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও ইসরায়েলি ট্যাংক
জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও ইসরায়েলি ট্যাংক
চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে আন্দোলন: ১৪ শিক্ষার্থীর জামিন
চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে আন্দোলন: ১৪ শিক্ষার্থীর জামিন
এসএসসিতে দেশসেরা যশোর বোর্ড
এসএসসিতে দেশসেরা যশোর বোর্ড
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ২৮
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ২৮
সর্বাধিক পঠিত
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
সোনার দাম আরও বাড়লো
সোনার দাম আরও বাড়লো
আজ বিশ্ব মা দিবস
আজ বিশ্ব মা দিবস