X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

‘আসবো আসবো’ বলে ১১ দিন, তবু আসলেন না রাব্বানী

সিরাজুল ইসলাম রুবেল
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪:৫২




গোলাম রাব্বানী ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদে এখনও রয়েছেন গোলাম রাব্বানী। দলীয় পদ হারানোর পর থেকে এখন পর্যন্ত ১১ দিন ডাকসুতে আসেননি তিনি। কবে আসবেন এমন প্রশ্নের জবাবে ‘আসবো’ ‘আসবো’ বললেও তার আর দেখা মেলেনি। রাব্বানী ডাকসুতে আদৌ আসবেন কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন ভিপি নুরুল হক নুর। রাব্বানী দলীয় পদ হারানোর পর থেকেই তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে আসছেন নুর।

এদিকে ডাকসুর সভা ডাকার এখতিয়ার জিএসের। কিন্তু তার অনুপস্থিতিতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেন ভিপি নুর। তার অভিযোগ, জিএসের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা ছিল, কিন্তু তিনি না থাকায় পরিপূর্ণ আলোচনা হচ্ছে না।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ডাকসুর সভা হওয়ার কথা রয়েছে। সেখানে রাব্বানীর পদে থাকার বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানা গেছে।

ভিপি নুর বাংলা ট্রিবিউনকে জানান, ‘জিএস প্রায় ১১ দিন ডাকসুতে আসছেন না। তিনি না থাকায় ডাকসুতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আগে তাকে পদত্যাগের আহ্বানও জানিয়েছি। কিন্তু তিনি ডাকসুতেও আসছেন না, আবার কোনও সিদ্ধান্ত জানাচ্ছেন না। বৃহস্পতিবার ডাকসুর সভা হওয়ার কথা রয়েছে। সেখানে জিএসের পদের বিষয়ে আমাদের অবস্থান কী তা আলোচনা হবে।’

এর আগে, গোলাম রাব্বানীর কাছে বেশ কয়েকদিন ‘ডাকসুতে কবে আসবেন’ জানতে চাইলে তিনি প্রতিবারই জানিয়েছেন ‘কাল আসবেন’। তবে তিনি আর আসেননি।

ডাকসুর সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ‘জিএস সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় তার কার্যালয়ে এসেছিলেন। এরপর তিনি আর ডাকসুতে আসেননি।’

এ বিষয়ে ডাকসুর সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘কাল (বৃহস্পতিবার) ডাকসুর সভা হওয়ার কথা রয়েছে। আবাসন সংকট, গণপরিবহন, সান্ধ্যকালীন কোর্স ইত্যাদি নিয়ে আলোচনা হবে।’ সভায় ডাকসুর জিএস আসবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘দেখা যাক, তার আসার সম্ভাবনাই বেশি।’

সার্বিক বিষয়ে জানতে ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের ফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে সরকার উদ্বিগ্ন: শিক্ষা উপদেষ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের চেয়ারম্যান তামিজী, সেক্রেটারি হামিদা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের