হাসপাতাল ছেড়েছেন ৯৭ শতাংশ ডেঙ্গু রোগী





12সারাদেশে এখন পর্যন্ত ৯৬ দশমিক ৭৪ শতাংশ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৩৫৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আরও জানিয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় (১৬ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৭ সেপ্টেম্বর সকাল ৮টা) নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬ শতাংশ কমেছে। নতুন করে আক্রান্ত ৬১৬ জনের মধ্যে ঢাকার ভেতরে ১৯৮ জন, ঢাকার বাইরে ৪১৭ জন।
কন্ট্রোল রুম জানায়, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৮২ হাজার ৪৫৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৭৬৬ জন। এ হিসাবে ৯৬ দশমিক ৭৪ শতাংশ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
সারাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৪৮৫ জন। এর মধ্যে ঢাকার ভেতরে ৯৯৩ জন, ঢাকার বাইরে ১ হাজার ৪৯২ জন।
আর গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৬৩৭ জন। এর মধ্যে ঢাকার ভেতরে ১৮৮ জন, ঢাকার বাইরে ৪৪৯ জন।