বঙ্গবন্ধু মেডিক্যালে চালু হচ্ছে অনলাইন সেবা ও হেল্প লাইন

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট উদ্বোধনের অনুষ্ঠান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পূর্ণাঙ্গভাবে ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনলাইনে সেবা নিশ্চিত করা এবং রোগী ও সাধারণের সুবিধার জন্য পাঁচ ডিজিটের হেল্প লাইন চালুর ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিএসএমএমইউ-এর শহীদ ডা. মিলন হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট উদ্বোধনের সময় তিনি এসব তথ্য জানান।

উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে শিক্ষকদের গবেষণাপত্রগুলোও সংরক্ষণ করা হবে এবং প্রয়োজনমতো সেগুলো ব্যবহার করা যাবে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম আরও সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখবে এই ওয়েবসাইটটি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা তাদের প্রয়োজনীয় কার্যক্রম যাতে অনলাইনে সম্পন্ন করতে পারেন ও প্রয়োজনীয় তথ্য জানতে পারেন সেই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।