ডেঙ্গুতে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তারিন (১১) নামের একজন পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘তারিনের মরদেহ তার স্বজনরা নিয়ে গেছেন। তারা জানিয়েছেন, শিশুটি ডেঙ্গু জ্বরে ভুগছিল।’

তারিনের ফুপু সাহিদা আক্তার জানান, গত মাসের শেষের দিকে তারিন জ্বরে আক্রান্ত হয়। পরে স্থানীয় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে ডেঙ্গু শনাক্ত হয়। সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। পরে ১২ সেপ্টেম্বর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। অবস্থার অবনতি  হলে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকালে (আইসিইউ) তারিনের মৃত্যু হয়।

মৃত তারিন শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার পূর্ব মাছুয়াখালী গ্রামের নাসির তালুকদারের মেয়ে। তিন ভাই দুই বোনের মধ্যে সে সবার ছোট। স্থানীয় পূর্ব মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার পঞ্চম শ্রেণিতে জেএসসি পরীক্ষা দিয়েছে।