উইলস লিটলের গভর্নিং বডির নির্বাচন স্থগিত





উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজরাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আগামী ২৮ সেপ্টেম্বর এ নির্বাচন হওয়ার কথা ছিল।
শিক্ষা প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যমের (মিডিয়াম) শিক্ষার্থীদের অভিভাবকদের বাদ দিয়ে ভোটার তালিকা করায় একজন অভিভাবক রিট দায়ের করেন। এর প্রাথমিক শুনানিতে আদালত নির্বাচন স্থগিতের এ আদেশ দিলেন।
আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, ‘বাংলা ও ইংরেজি ভার্সনের অভিভাবকদের ভোটার করা হলেও ইংরেজি মাধ্যমের অভিভাবকদের ভোটার করা হয়নি। এ কারণে ইংরেজি মাধ্যমের এক অভিভাবক হাইকোর্টে রিট করেন।’
জানতে চাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইংরেজি মাধ্যম বাদ দিয়ে ভোটার তালিকা করা হয়েছিল। ভোটার তালিকা করা হয়েছিল বাংলা ভার্সন ও ইংরেজি ভার্সনের অভিভাবকদের নিয়ে।’
তিনি বলেন, ‘ইংরেজি মাধ্যমের তালিকা করলে শিক্ষা বোর্ড ওই তালিকা অনুমোদন দেয় না। ইংরেজি মাধ্যম চলে ব্রিটিশ কারিকুলামে। সে কারণে দেশীয় কারিকুলামে যারা লেখাপড়া করে শুধু তাদের অভিভাবকদের নিয়েই ভোটার তালিকা করা হয়েছিল।’