বুড়িগঙ্গার তীরের ৭ শিল্প প্রতিষ্ঠানকে বর্জ্য শোধনাগার স্থাপনের নির্দেশ

 

সুপ্রিম কোর্টবুড়িগঙ্গা নদীর তীরের ৭টি শিল্প প্রতিষ্ঠানকে নিজেদের দায়িত্বে তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে বিদ্যুতের পুনঃসংযোগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।
শিল্প প্রতিষ্ঠানগুলোর পক্ষে দায়ের করা রিটের শুনানি নিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
প্রতিষ্ঠানগুলো হলো— মিতা টেক্সটাইল, মেসার্স অভিজাত ডায়িং, চাঁদপুর টেক্সটাইল মিলস, শাহজাদি ডায়িং, মেসার্স ভরসা ডায়িং, লামিয়া টেক্সটাইল ডায়িং ও শামীম টেক্সটাইল ডায়িং।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব শফিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
এর আগে তরল বর্জ্য ফেলে বুড়িগঙ্গার পানি ও পরিবেশ দূষণের দায়ে পরিবেশ অধিদফতর এই প্রতিষ্ঠানগুলো বন্ধের নির্দেশ দিয়েছিল। এরপর গত ১১ সেপ্টেম্বর এগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে তারা বিদ্যুৎ সংযোগ ফিরে পেতে হাইকোর্টে পৃথক ৭টি রিট দায়ের করে।