ঢাবি উপাচার্যের সহযোগিতা চেয়েছে ছাত্রদল

 

 

ড. আখতারুজ্জামানঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাত্রদলের নতুন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপাচার্যের সঙ্গে দেখা করে তার সহযোগিতা কামনা করেন তারা।

উপাচার্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান ছাত্রদল সভাপতি। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা উপাচার্য স্যারের সঙ্গে দেখা করেছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি আমাদের অভিভাবক। ছাত্র রাজনীতি পরিচালনার ক্ষেত্রে তার কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা চেয়েছি। তিনি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

এর আগে সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আসেন ছাত্রদলের নতুন নেতারা। তাদের উদ্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা উসকানিমূলক স্লোগান দেয় বলে অভিযোগ ছাত্রদলের। তবে ছাত্রলীগ অভিযোগ অস্বীকার করেছে।

জানতে চাইলে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা (ছাত্রদল) যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। ছাত্রদলের নেতারা আমাদের সঙ্গে দেখা করতে আসলে তাদের জিন্দাবাদের স্লোগান বন্ধ করতে বলেছি।’