ছাত্রলীগ-ছাত্রদল নেতাদের ‘দায়িত্বশীল আচরণের’ আহ্বান ঢাবি উপাচার্যের

ড. আখতারুজ্জামানমারামারি করে ক্যাম্পাসের শৃঙ্খলা বিনষ্ট করা কোনোক্রমেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি ছাত্রলীগ-ছাত্রদল নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন। ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিক্রিয়া জানতে চাইলে সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি এ মন্তব্য করেন।

ছাত্রলীগ-ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘এ ধরনের ঘটনা আমি শুনেছি। ভালো পরিবেশের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা মোটেই কাম্য নয়। ক্যাম্পাসে খুব সুন্দর সহাবস্থান চলছিল। এখনও সবাই যেন সংযত আচরণ করে। ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হয়, এমন কোনও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত না হয়।’

উল্লেখ্য, সোমবার দুপুরে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার সময় খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদ্দাম হোসেন আহত হন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।

এই প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা। নিরীহ শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। আমি প্রক্টরকে ওই শিক্ষার্থীর খোঁজ-খবর নিতে বলবো। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার ব্যবস্থা করবো।’