রাজধানীতে কুমারী পূজা অনুষ্ঠিত






রাজধানীর রামকৃষ্ণ মঠে সজ্জিত আসনে কুমারীরাজধানীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকালে গোপীবাগের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা উপলক্ষে সজ্জিত করা হয় মন্দির।

কুমারী পূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের তল্লাশি শেষে মন্দিরে প্রবেশ করতে হয়েছে সবাইকে। কুমারী পূজার পরে ১২টা পর্যন্ত চলে সন্ধিপূজা। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

মণ্ডপে কুমারী ও পরোহিতসহ অন্যরাপরিবার নিয়ে পূজায় অংশ নেন উত্তম কুমার নামে একজন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিবারই খুবই ভালো আয়োজন হয় এখানে। পূজা দিয়েছি। সবার জন্য আশীর্বাদ করেছি।’