ঢামেকে ফেলে যাওয়া সেই নবজাতক ছোটমনি নিবাসে





কোলে নবজাতক সারাঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক সারার ঠাঁই হয়েছে আজিমপুরের ছোটমনি নিবাসে। সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে ছোটমনি নিবাসের তত্ত্বাবধায়ক জুগলী বেগম রানু তাকে বুঝে নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. একেএম নাছির উদ্দিন। উপপরিচালক আলাউদ্দিন আল আজাদ, ঢামেকের সমাজসেবা কর্মকর্তা তাসলিমা খাতুনসহ অন্য কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ভোরে ঢামেকে সিজারের মাধ্যমে এক কন্যা শিশুর জন্ম হয়। পরদিন রাত থেকে শিশুটির মা-বাবাকে খুঁজে পান না কর্তৃপক্ষ। পরে চিকিৎসকরা শিশুটির নাম দেন সারা।

সুস্থ আছে হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক ‘সারা’