জাপানে যাচ্ছেন রাষ্ট্রপতি, আজারবাইজানে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী (ফাইল ছবি)

 

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ রাষ্ট্রীয় সফরে ২১ অক্টোবর জাপানের উদ্দেশে এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ অক্টোবর আজারবাইজানের উদ্দেশে দেশ ত্যাগ করবেন। যথাক্রমে ২৬ ও ২৭ অক্টোবর তাদের দেশে ফিরে আসার কথা রয়েছে। 

জানা যায়, জাপানের সম্রাট নারুহিতোর সিংহাসন আরোহনের অনুষ্ঠানে যোগ দিতে টোকিও যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ২১ অক্টোবর রওনা দিয়ে ২৬ অক্টোবর ফেরত আসবেন রাষ্ট্রপতি।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘সিংহাসনে আরোহনের অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়া এখন পর্যন্ত আর কোনও অনুষ্ঠান নেই রাষ্ট্রপতির। তবে ওখানে কেউ যদি দ্বিপক্ষীয় বৈঠক করতে চান, তবে আমরা সেখানে সিদ্ধান্ত নেবো।’

এদিকে আজারবাইজানে নন-অ্যালায়েনমেন্ট মুভমেন্ট (ন্যাম)-এর ১৮তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশটির রাজধানী বাকুতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ অক্টোবর রওনা দিয়ে ২৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘ন্যামের বিভিন্ন ইস্যুতে এবং জাতিসংঘে ন্যামের কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান ও অগ্রণী ভূমিকা পালন করে থাকে বাংলাদেশ।’

এবারের সফরে অন্য কোনও নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও কিছু চূড়ান্ত হয়নি।’