‘ছাত্র রাজনীতির নেতিবাচক ধারাটিকে আমরা বন্ধ করতে পারিনি’

দেলোয়ার হোসেনছাত্র রাজনীতির নেতিবাচক চর্চাটিকে বন্ধ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি বলেন,  ‘আমরা তো ছাত্র রাজনীতির দুটি ধারা পেয়েছি। এর একটি যেমন ইতিবাচক, পাশাপাশি নেতিবাচক ধারাও পেয়েছি সেই ’৭৫ পরবর্তী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত। এই ধারাকে আমরা বন্ধ করতে পারিনি।’

শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘শিক্ষাবান্ধব পরিবেশ: প্রতিবন্ধকতা ও প্রত্যাশা’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

এ বিষয়ে দেলোয়ার হোসেন আরও বলেন, ‘যখন সামরিক সরকার ছিল, তখনও কিন্তু ছাত্রদের আরও একধাপ এগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে নেতিবাচক ধারার দিকে। গণতান্ত্রিক শক্তিকে অবনমিত করার চেষ্টা করা হয়েছে। সেই চেষ্টা যে শেষ হয়ে গেছে সেটা আমরা বলি না।’ 

আবরার হত্যাক্ণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘সারাদেশে সর্বস্তরের মানুষের কাছে এখন আলোচিত বিষয় আবরার হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দায় আমরা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।  কিছুদিন পর পর গণমাধ্যম কিংবা সাধারণ মানুষের কাছে আমাদের জবাবদিহি করতে হয়।

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নেন– বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সলিমুল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ডিন সাদেকা হালিম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম শামীম রেজা, ইউল্যাবের গবেষণা বিভাগ সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটির (সিইএস) পরিচালক সাজিদ অমিত।  

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন। ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হয়েছে।