সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে

মূল্যস্ফীতি

আগস্টের তুলনায় গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে দশমিক ৫ ভাগ। এই বছরের সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৫৪ ভাগ, যা আগস্টে ছিল শতকরা ৫ দশমিক ৪৯ ভাগ। ২০১৮ সালের সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৪৩ ভাগ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।  

পর্যালোচনা করে দেখা গেছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দেশের বাজারে শাক-সবজি, মাছ, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, ব্রয়লার মুরগি ও অন্যান্য খাদ্যের মূল্য বেড়েছে।

সেপ্টেম্বরে গ্রামীণ পর্যায়ে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪১ ভাগ, যা আগস্টে ছিল শতকরা ৫ দশমিক ৩৪ ভাগ। আর শহরে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮০ ভাগ, আগস্টে ছিল ৫ দশমিক ৭৫ ভাগ।

গত এক বছরের (২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর) চলন্ত গড় মূল্যস্ফীতির হার নিরূপিত হয়েছে শতকরা ৫ দশমিক ৫০ ভাগ। একই সময়ে আগের এক বছরের (২০১৭ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর) চলন্ত গড় মূল্যস্ফীতির হার ছিল শতকরা ৫ দশমিক ৬৮ ভাগ।

পর্যালোচনায় দেখা গেছে- খাদ্যবহির্ভূত উপখাতে শিক্ষা উপকরণ, চিকিৎসা সেবা, বিবিধ দ্রব্যাদি ও জ্বালানি কাঠ ইত্যাদি উপখাতের দ্রব্য সামগ্রীর মূল্য আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে।

সেপ্টেম্বরে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ৫ দশমিক ৩০ ও ৫ দশমিক ৯২ ভাগ, যা আগস্টে ছিল যথাক্রমে শতকরা ৫ দশমিক ২৭ ও ৫ দশমিক ৮২ ভাগ।