রাজধানীতে ৮০ টন বন্ডেড চোরাই ফেব্রিকস জব্দ

ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট অফিসরাজধানীর ইসলামপুর এলাকা থেকে ৮০ টন বন্ডেড চোরাই ফেব্রিকস জব্দ করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। সোমবার (১৪ অক্টোবর) বিকাল থেকে মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এসব বন্ডেড চোরাই ফেব্রিকস জব্দ করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার আল আমীন।
তিনি জানান, বন্ডেড চোরাই ফেব্রিকসের সিন্ডিকেট ভেঙে দিতে পুরান ঢাকার ইসলামপুর এলাকায় পরপর তৃতীয় বারের মতো সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন থেকে ইসলামপুর এলাকায় অবৈধ বন্ডেড ফেব্রিকসের চোরাই বাজার গড়ে উঠেছে। ইসলামপুর এলাকা অত্যন্ত জনাকীর্ণ এবং চোরাকারবারিরা সংগঠিত হওয়ায় এ ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিযানে পাঁচজন উপকমিশনার ও সহকারী কমিশনারের নেতৃত্বে প্রায় ১০০ জন কাস্টমস বন্ড কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।
জানা গেছে, অভিযানে ইসলামপুর এলাকায় অবস্থিত গুলশান আরা মার্কেটের পঞ্চম তলায় পাঁচটি গোপন গুদামে বিপুল পরিমাণ বন্ডেড চোরাই ফেব্রিকস মজুত পাওয়া যায়। এ সময় স্থানীয় চোরাকারবারিরা সংগঠিত হয়ে অভিযানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা মার্কেটের বাইরের রাস্তা বন্ধ এবং মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
সহকারী কমিশনার আল আমীন জানান, অভিযান শেষে ৮০ টন ডেনিম, শার্টিং, স্যুটিং, জর্জেট ফেব্রিকস জব্দ করে কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে। জব্দ ফেব্রিকসের বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।