ডোপ টেস্ট ফি ৯০০ টাকা





স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ডোপ টেস্ট বা মাদক পরীক্ষার ফি ৯০০ টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সরকারি চাকরিতে যোগদানের আগে বাছাইকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে ডোপ টেস্ট বাধ্যতামূলক হওয়ার পরিপ্রেক্ষিতে এই ফি নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
এতে বলা হয়েছে, ডোপ টেস্টের অন্তর্ভুক্ত নন-স্পেসিফিক ও অ্যালকোহল টেস্টের ফি মোট ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নন-স্পেসিফিক পরীক্ষার মধ্যে বেঞ্জোডায়াজেপিন, এমফেটামাইনস, অপিয়েটস ও কেননাবিনেয়েডস— এই চারটির প্রতিটির ফি ১৫০ টাকা এবং অ্যালকোহল পরীক্ষার ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৫ ডিসেম্বর সরকারি চাকরিতে যোগদানের আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়।

আরও পড়ুন: ‘সরকারি চাকরিতে ঢোকার আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক’