বালিশকাণ্ডের অনুসন্ধানে দুদক





দুর্নীতি দমন কমিশন (দুদক)রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বালিশকাণ্ডসহ অন্যান্য দুর্নীতির ঘটনার অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সংস্থাটির উপপরিচালক নাসির উদ্দিনকে প্রধান করে ৩ সদস্যের একটি অনুসন্ধান কমিটিও গঠন করা হয়েছে।
দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কমিটির বাকি দুই সদস্য হলেন সহকারী পরিচালক মো. আতিকুর রহমান ও উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।
প্রসঙ্গত, রূপপুর প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন গ্রিনসিটি আবাসন প্রকল্পের ২০ ও ১৬ তলা ভবনের বিছানা-বালিশসহ আবসাবপত্র ও প্রয়োজনীয় মালামাল কেনা ও ভবনে উত্তোলন কাজে অস্বাভাবিক ব্যয় নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এসব প্রতিবেদনের সূত্র ধরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটি গঠন করে। এ দুটি কমিটির তদন্তেই ৬২ কোটি ২০ লাখ ৮৯ হাজার টাকার অনিয়মের চিত্র উঠে এসেছে। হাইকোর্টের নির্দেশে গত জুলাই মাসে আদালতে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে ৩৪ জন প্রকৌশলীকে দায়ী করা হয়েছে।