কমেছে ডেঙ্গু আক্রান্ত রোগী

গত সাত দিনের ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাগত ২৪ ঘণ্টায় ( ১৬ অক্টোবর সকাল ৮টা থেকে ১৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৮ জন। তাদের মধ্যে রয়েছেন ঢাকায় ৭২ এবং ঢাকার বাইরে ১৭৬ জন। বুধবার এ সংখ্যা ছিল ২৮৩ জন। যার মধ্যে ঢাকায় ৯৫ এবং ঢাকার বাইরে ১৮৮ জন ছিলেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম আরও জানায়, বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন এক হাজার ১০১ জন। গতকাল এই সংখ্যা ছিল এক হাজার ১৭৩ জন। এর মধ্যে ঢাকার ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং ২৯টি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৩৯ জন। ঢাকার বাইরে ভর্তি আছেন ৬৬২ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট  ৯২ হাজার ৯৯৮ জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৬৫১ জন।

এছাড়া,  সারাদেশে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৮ জন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৪৬ জন রোগীর মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটিকে জানিয়েছে বিভিন্ন হাসপাতাল। এর মধ্যে ১৫৮টি মৃত্যু পর্যালোচনা করে এখন পর্যন্ত ৯৩ জন ডেঙ্গুতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে কমিটি।