আবরার হত্যা মামলার আসামি মাজেদুল কারাগারে

 

আবরার ফাহাদবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার মাজেদুল ইসলামকে (২১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার এ আদেশ দেন।

শুক্রবার (১৮ অক্টোবর) পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশ পরিদর্শক ওয়াহিদুজ্জামান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মাজেদুলকে কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করেন।

আজ মাজেদুলের পক্ষে কোনও আইনজীবী ছিল না। এর আগে ১২ অক্টোবর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, ৬ অক্টোবর রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হল থেকে ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন চকবাজার থানায় তার বাবা বরকত উল্লাহ হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনকে আসামি করা হয়। মাজেদুল ৮ নম্বর আসামি। তার সাংগঠনিক পরিচয় পাওয়া যায়নি। ঠিকানাও অজ্ঞাত। সে শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী ও ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যাটার্লজিক্যাল বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। এই পর্যন্ত এজাহারে নাম থাকা ১৬ জনসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।