কাউন্সিলর মিজান কারাগারে

কাউন্সিলর মিজান

মানি লন্ডারিং মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে কারাবিধি অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) মোহাম্মদপুর থানায় দায়ের করা এই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক গিয়াস উদ্দিন ৭ দিনের রিমান্ড শেষে কাউন্সিলর মিজানকে আদালতে হাজির করেন। এছাড়াও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তা মঞ্জুর করে এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধনকারী কর্মকর্তা (জিআরও) ও পুলিশের উপ-পরিদর্শক মনির আহমেদ এসব তথ্য জানান।

১২ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি শুনানি শেষে আসামিকে ৭ দিনের রিমান্ডে পাঠান।

১১ অক্টোবর সকালে র‌্যাবের একটি বিশেষ টিম মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মিজানকে আটক করে। এরপর তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়।