আমরণ অনশনে নন-এমপিও শিক্ষকরা





1এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন শুরু করেছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে ৩২ জন শিক্ষক এ অনশন শুরু করেন।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় তাদের শপথ বাক্য পাঠ করান। অনশন শুরু করা শিক্ষকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎও চান।
বিনয় ভূষণ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ থেকে আমরা আমরণ অনশন শুরু করেছি। আমাদের দাবি একটাই, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণ করতে হবে। এবং প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই আমরা। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি পূরণ হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আমরণ অনশন চলবে।’
ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৮ সালের ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী এমপিওভুক্তির দাবি মেনে নিয়েছিলেন এবং আশ্বস্ত করেছিলেন। তিনি বলেছিলেন, এই অর্থবছর থেকে কার্যক্রম শুরু হবে। কিন্তু দীর্ঘ সময় হয়ে গেলেও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত আসেনি।’ এ অবস্থায় হতাশার জায়গা থেকে তারা আবারও রাজপথে নেমেছেন বলে জানান তিনি। বলেন, ‘আমরা চাই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। যেহেতু উনার প্রতিশ্রুতি আছে, আমরা আশা করি এর বাস্তবায়ন হবে।’
আমরণ কর্মসূচির বাইরে একই স্থানে শতাধিক শিক্ষক-কর্মচারী অবস্থান কর্মসূচিতে পালন করছেন।