প্রয়াত নারী সাংবাদিক দিল মনোয়ারা স্মরণে সভা

১২১

সদ্য প্রয়াত নারী সাংবাদিক দিল মনোয়ারা মনুকে স্মরণ করতে সভার আয়োজন করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই শোক সভার আয়োজন করে সংগঠনটি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই সংগঠনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শোকসভায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেন, ‘নারী সাংবাদিকদের মধ্যে একজন পথিকৃত ছিলেন মনু। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। মনু আমাদের মনে বেঁচে থাকবেন কাজের মধ্য দিয়ে।’

দিল মনোয়ারা মনুর স্বামী শামসুল হুদা বলেন, ‘সাংবাদিকদের জন্য প্রেসক্লাব হচ্ছে সেকেন্ড হোম। কিন্তু মনুর জন্য প্রেসক্লাব, নারী সাংবাদিক কেন্দ্রসহ আরও বেশ কয়েকটি জায়গা ছিল ফার্স্ট হোম।’

শামসুল হুদা ইচ্ছে প্রকাশ করে বলেন, ‘তার লেখাগুলো নিয়ে একটি বই প্রকাশের চেষ্টা করব। সেজন্য নারী সাংবাদিক কেন্দ্রের সহযোগিতা চাই।’

শোক সভায় আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগমসহ নারী সাংবাদিক কেন্দ্রের সদস্যরা।