৫০ জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে দুদকের চিঠি

দুদকসরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীসহ ৫০ জনের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে কয়েকটি চিঠির মাধ্যমে এসব তথ্য জানতে চাওয়া হয় বলে দুদক সূত্র জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে এসব চিঠি পাঠান দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। বাংলাদেশ ব্যাংকের কাছে যাদের ব্যাংক হিসাবের তথ্য জানতে চাওয়া হয়েছে, তাদের মধ্যে চলমান শুদ্ধি অভিযানে গ্রেফতার হওয়া জি কে শামীম, লোকমান হোসেন ভূঁইয়া, সেলিম প্রধান, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া, শফিকুল ইসলাম ফিরোজের নাম আছে।
যুবলীগের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি পাওয়া ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোল্লা আবু কাউছার ও পংকজ দেবনাথের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্যও সংগ্রহ করা হচ্ছে বলে জানায় দুদক সূত্র।