২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২৫১ রোগী

স্বাস্থ্য-অধিদফতরগত ২৪ ঘণ্টায় (২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ২৮ অক্টোবর সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫১ জন। আগের দিন দেশের হাসপাতালগুলোতে এ রোগীর সংখ্যা ছিল ২৫৭ জন। এর মধ্যে ঢাকায় নতুন রোগীর সংখ্যা ৮৯ জন আর ঢাকার বাইরে ১৬২ জন। এ সংখ্যা গতকাল ঢাকায় ছিল ৭৪ জন আর ঢাকার বাইরে ছিল ১৮৩ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
কন্ট্রোল রুম জানায়, দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি রয়েছেন ৯১৩ জন। গতকাল এই সংখ্যা ছিল ৯৫৪ জন। এর মধ্যে ঢাকার ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং ২৯টি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৮৬ জন। ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৫২৭ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ হাজার ৩৭২ জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৪ হাজার ২১১ জন।
এছাড়া সরকারি হিসেবে এ বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০৭ জন। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৪৮ জন রোগীর মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটিকে জানিয়েছে বিভিন্ন হাসপাতাল। এর মধ্যে ১৭১টি মৃত্যু পর্যালোচনা করে এখন পর্যন্ত ১০৭ জন ডেঙ্গুতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে কমিটি।