অনুমোদন ছাড়া জাপানে কর্মী পাঠানোর চেষ্টার দায়ে টিএমএমএস’কে জরিমানা

র‌্যাব

সরকারের অনুমোদন ছাড়াই জাপানে কর্মী পাঠানোর কার্যক্রম পরিচালনা করায় টিএমএমএস আইসিটি নামের একটি প্রতিষ্ঠানকে সাড়ে দশ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে র‍্যাব-৩ এর সহায়তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের এপিএস মোহাম্মদ রাশেদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।    

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জাপানে চাকরির প্রলোভন দেখিয়ে পত্রিকায় ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ ও কর্মীদের প্রশিক্ষণ ও ভিসা প্রসেসিং বাবদ প্রতিজনের কাছ হতে ৮ লাখ টাকা চার্জ ও ফি নেওয়ার সময় এই অভিযান পরিচালনা করা হয়। কাজী পাড়ার ৬৩১/৫ নম্বর বাসায় টিএমএসএস’র কার্যালয়ে ড. মাসুমা পারভীনের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। এসময় অফিসের পরিচালক নিগার সুলতানা, জোনাল ম্যানেজার মনিরুল ইসলাম ও বাবলু সরোয়ার নামে তিন জনকে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এর ৩২ ও ৩৩ ধারায় যথাক্রমে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ ও ভুয়া ডিমান্ড লেটার, ভিসা ক্রয়-বিক্রয় এর নামে অবৈধ অফিস খুলে ব্যবসা করার দায়ে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।