X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ‘ব্লকেড’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৫, ১৯:৩৬আপডেট : ১৯ মে ২০২৫, ১৪:৪৪

রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে জুলাই-আগস্ট আন্দোলনের সঙ্গে যুক্তরা। শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা বিএসএ সেন্টারের সামনের সড়কে তারা এ বিক্ষোভ শুরু করেন।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে ‘জুলাই রেভুলশনারি অ্যালায়েন্স’ নামে একটি ফেসবুক পেজ থেকে উত্তরা ব্লকেড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, বিগত ১৬ বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে—এমন অভিযোগ তুলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সন্ধ্যার দিকে উত্তরা বিএনএ সেন্টারের সামনে জড়ো হতে শুরু করে আন্দোলনকারীরা। সন্ধ্যা ৬টার দিকে প্রথমে উত্তরা পশ্চিম পাশের সড়ক, পরে পূর্ব পাশের সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে গণতন্ত্রকে ধ্বংস করে একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে। আজকের উত্তরা ব্লকেড একদিনের ঘটনা নয়—এটি একটি দীর্ঘ সংগ্রামের অংশ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দেশে কোনোদিন সুশাসন ফিরবে না।’

আরেক শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন, বিরোধী কণ্ঠ দমন এবং রাজনৈতিক বৈষম্যের প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।’

এদিকে ব্লকেড ঘিরে উত্তরায় বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যেকোনও অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে তারা সতর্ক  রয়েছে।

/এবি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
এবার শাহবাগে এনসিপির অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণ
আগে জুলাই সনদ ও নতুন সংবিধান, পরে নির্বাচন: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি