X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ‘ব্লকেড’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৫, ১৯:৩৬আপডেট : ১৯ মে ২০২৫, ১৪:৪৪

রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে জুলাই-আগস্ট আন্দোলনের সঙ্গে যুক্তরা। শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা বিএসএ সেন্টারের সামনের সড়কে তারা এ বিক্ষোভ শুরু করেন।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে ‘জুলাই রেভুলশনারি অ্যালায়েন্স’ নামে একটি ফেসবুক পেজ থেকে উত্তরা ব্লকেড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, বিগত ১৬ বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে—এমন অভিযোগ তুলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সন্ধ্যার দিকে উত্তরা বিএনএ সেন্টারের সামনে জড়ো হতে শুরু করে আন্দোলনকারীরা। সন্ধ্যা ৬টার দিকে প্রথমে উত্তরা পশ্চিম পাশের সড়ক, পরে পূর্ব পাশের সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে গণতন্ত্রকে ধ্বংস করে একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে। আজকের উত্তরা ব্লকেড একদিনের ঘটনা নয়—এটি একটি দীর্ঘ সংগ্রামের অংশ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দেশে কোনোদিন সুশাসন ফিরবে না।’

আরেক শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন, বিরোধী কণ্ঠ দমন এবং রাজনৈতিক বৈষম্যের প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।’

এদিকে ব্লকেড ঘিরে উত্তরায় বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যেকোনও অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে তারা সতর্ক  রয়েছে।

/এবি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
২৪-এর গণঅভ্যুত্থানকে কোনোভাবেই বেহাত হতে দেবো না: নাহিদ ইসলাম
গোলটেবিল বৈঠকে বক্তারা‘জনবান্ধব ও মানবিক পুলিশ গড়তে সংস্কারের বিকল্প নেই’
সারা দেশে গ্রেফতার আরও ১৫৪২
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ