সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন কুমিল্লার জজ আলী আকবর

সুপ্রিম কোর্টকুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সোমবার (২৮ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের উপসচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে প্রধান বিচারপতির অধীনে তাকে ন্যস্ত করা হলো।