রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতা দেলোয়ার মোড়লকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ মোড়লের বড় ভাই।
বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার মোড়লকে গ্রেফতার করে সেনাবাহিনীর একটি দল। শুক্রবার (৪ জুলাই) বিকালে নাম প্রকাশ না করে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, দেলোয়ার মোড়ল রাজধানীর ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বিরুদ্ধে অতীতে একাধিকবার চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও দীর্ঘদিন ধরেই তিনি প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
সেনাবাহিনীর ওই কর্মকর্তা জানান, অভিযানকালে দেলোয়ার মোড়লের বাসা থেকে লাইসেন্সবিহীন দুটি ওয়াকিটকি সেট, চারটি ব্যাটারি ও চার্জার জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দেলোয়ার ও তার ভাই জাহিদ একটি সংগঠিত চক্র গড়ে তুলেছিলেন; যারা ওয়াকিটকি ব্যবহার করে নিজেদের মধ্যে নিরাপদ যোগাযোগ বজায় রাখতেন।
দেলোয়ার মোড়লকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলেও জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।