প্রত্যক্ষ সাক্ষ্যের ভিত্তিতে আজহার দোষী সাব্যস্ত: অ্যাটর্নি জেনারেল

মাহবুবে আলম (ফাইল ছবি)প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতেই জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম দোষী সাব্যস্ত (মৃত্যুদণ্ড) হয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে আপিলের রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।
রায়ের ব্যাখ্যা প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, মৃত্যুদণ্ডের তিন অভিযোগ আপিলের রায়ে সংখ্যাগরিষ্ঠ মতামতে বহাল আছে। অভিযোগগুলো হলো ২, ৩ ও ৪। এছাড়া ৫ নম্বর অভিযোগ থেকে খালাস এবং ৬ নম্বর অভিযোগে পাঁচ বছরের সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ।
কবে নাগাদ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘আশা করি শিগগিরই রায় প্রকাশ হবে। রায় প্রকাশিত হলে আসামিপক্ষ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করলে তার শুনানি হবে।’

আরও পড়ুন: বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতেই আজহারের মৃত্যুদণ্ড বহাল