কদমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের অভিযান

কদমতলীতে রাজউকের উচ্ছেদ অভিযান

নকশা ব্যত্যয় ঘটিয়ে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজউকের জোন-৮ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে রাজউক অনুমোদিত নকশা ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ করায় দনিয়ার মেরাজনগরের ডি ব্লকের ১০৭২ নম্বর বাড়ির অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। পাশাপাশি ভবনটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ও বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।  

কদমতলীতে রাজউকের উচ্ছেদ অভিযান

এসময় সহকারী অথরাইজড অফিসার ইমরুল হাসান, শেখ মাহাব্বির রনিসহ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।