রাজউকের অভিযানে ১৬ দোকান অপসারণ, ১২ লাখ টাকা জরিমানা





1 (4)রাজধানীর দক্ষিণখান এলাকায় আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার ও নকশাবহির্ভূত অবৈধ স্থাপনা অপসারণে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (৪ নভেম্বর) চালানো এ অভিযানে নির্মাণাধীন ১৬ দোকান গুঁড়িয়ে দেওয়াসহ চার ভবনমালিককে ১২ লাখ টাকা জরিমানা হয়।
রাজউক পরিচালক মোহাম্মদ নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজউকের জোন-২-এর দক্ষিণখান এলাকার কসাই বাড়ি রোডে রাজউক পরিচালক মোহাম্মদ নূরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফ হোসেন ও অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভবনের চারপাশে আবশ্যিক উন্মুক্ত স্থান না রেখে দোকান নির্মাণ করায় চার ভবন মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১৬টি নকশাবহির্ভূত নির্মাণাধীন দোকান ভেঙে দেওয়া হয়।
এছাড়া, একই এলাকায় আবাসিক ভবনের অনুমোদন নিয়ে ব্যাংক পরিচালনা ও সুপারশপ হিসেবে ভাড়া দেওয়ায় দুটি ভবনের মালিককে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। ভবন দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া ভবনটি সিলগালা করা হয়।
অভিযানে রাজউকের জোন-২-এর সহকারী অথরাইজড অফিসার তামান্না বিনতে রহমান, জান্নাতুন নাঈমা প্রমুখ উপস্থিত ছিলেন।