X
শনিবার, ১৪ জুন ২০২৫
৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

শাহবাগে নার্সিং শিক্ষার্থীদের আন্দোলন, তীব্র যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ১৬:০৯আপডেট : ১৪ মে ২০২৫, ১৬:০৯

ডিপ্লোমাকে ডিগ্রির মান দেওয়ার দাবিতে নার্সিং শিক্ষার্থীদের আন্দোলন আর বৃষ্টির কারণে রাজধানীর শাহবাগে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পশ্চিমে কাটাবন, পূর্বে মৎস্য ভবন মোড়, দক্ষিণে টিএসসি ও উত্তরে বাংলামোটর পর্যন্ত কয়েকশ যানবাহন আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা।

বুধবার (১৪ মে) দুপুরে সরেজমিন দেখা যায়, অন্যান্য গাড়ির সঙ্গে  কয়েকটি অ্যাম্বুলেন্স দীর্ঘক্ষণ যানজটে আটকে আছে। পরে অ্যাম্বুলেন্সগুলোকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। যাত্রীরা অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিলেও গাড়িগুলো একই জায়গায় থমকে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থাকলেও তাদের তেমন কোনও তৎপরতা চোখে পড়েনি।

শাহবাগে নার্সিং শিক্ষার্থীদের আন্দোলন

এ প্রসঙ্গে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া বাংলা ট্রিবিউনকে বলেন, শাহবাগ ও কাকরাইল এলাকায় সড়কে ব্লক থাকার কারণে সড়কে গাড়ির চাপ রয়েছে। বিশেষ করে শাহবাগ মোড় ব্লক করে দীর্ঘ বিক্ষোভ করায় ওই দিকে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চারপাশে গাড়ির চাপ বেড়েছে।

শিক্ষার্থীরা জানান, তাদরে দাবির প্রেক্ষিতে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে দাবি আদায়ে বুধবার সকাল থেকেই শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন।

তারা জানান, এ সময় প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা শাহবাগে এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।

আন্দোলনের সমন্বয়ক সজীব জানান, তারা বিগত সরকারের আমলে ২০২১ সালে একই দাবিতে আন্দোলন করে আসছিলেন। কিন্তু সে সরকার আমাদের আশ্বাস দিলেও কোনও উদ্যোগ নেয়নি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গত ৭ এপ্রিল আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে আমাদের দাবির বিষয় বিবেচনা করা হবে বলে জানিয়েছিল। আমরা বলছিলাম, এক মাসের মধ্যে প্রজ্ঞাপন দিতে হবে। কিন্তু সরকার কথা রাখেনি।

/এমকে/কেএইচ/আরকে/
সম্পর্কিত
দর্শনার্থীদের পদচারণায় মুখর চিড়িয়াখানা
এখনও কাটেনি ছুটির আমেজ, নগরীতে নীরবতা
আওয়ামী দোসর নয়, কর্মজীবী নারীর স্বীকৃতি চাই
সর্বশেষ খবর
শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ পুকুরে ফেলে ফুফাতো ভাই: পুলিশ
শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ পুকুরে ফেলে ফুফাতো ভাই: পুলিশ
এনসিপি নেতার বিরুদ্ধে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
এনসিপি নেতার বিরুদ্ধে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু
সাবেক এমপি সোলায়মান জোয়ার্দার মারা গেছেন
সাবেক এমপি সোলায়মান জোয়ার্দার মারা গেছেন
সর্বাধিক পঠিত
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
জাহান্নামের দরজা খুলে যাবে: ইসরায়েলকে ইরানের নতুন আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি
জাহান্নামের দরজা খুলে যাবে: ইসরায়েলকে ইরানের নতুন আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি
অ্যালেনের ৩৪ বলের সেঞ্চুরিতে রেকর্ড ওলটপালট
অ্যালেনের ৩৪ বলের সেঞ্চুরিতে রেকর্ড ওলটপালট
আলাপের আগে যে আলাপ হলো ড. ইউনূস-তারেকের মাঝে
আলাপের আগে যে আলাপ হলো ড. ইউনূস-তারেকের মাঝে
ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার বৈশ্বিক প্রতিক্রিয়া
ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার বৈশ্বিক প্রতিক্রিয়া