জিকে শামীম ও খালেদ মাহমুদের জামিন নামঞ্জুর

জি কে শামীম ও খালেদ ভূঁইয়াক্যাসিনো-কাণ্ডে সমালোচিত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও ঠিকাদার জিকে শামীমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের  (দুদক) মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ ইমরুল কায়েশ এই আদেশ দেন।

রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়। ২৭ অক্টোবর তাদের বিরুদ্ধে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২২ অক্টোবর  যুবলীগ ঢাকা দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া এবং যুবলীগ নেতা ঠিকাদার জিকে শামীমকে গ্রেফতার করার আবেদনসহ ১০ দিন করে রিমান্ডের আবেদন করে দুদক। এ মামলায় শামীমকে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন এবং খালেদকে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। এর আগে ২১ অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ এবং খালেদের বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দায়ের করা হয়।