দ্বিতীয় দিনের সকালে শিশুদের নিয়ে যত আয়োজন

ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিন সকাল ছিলো শিশুদের। সকালের সেশনে কসমিক টেন্ট ও নজরুল মঞ্চ জুড়ে ছিল শিশুদের কলতান। কসমিক টেন্টে বিজ্ঞান বাক্সের রাতুল খানের সাথে শিশুরা মেতেছিল বিজ্ঞান নিয়ে মজার সব খেলাতে।

SAZZ0670
‘ফান উইথ ফিজিকস' শীর্ষক অনুষ্ঠানে রাতুল খান ৭-১০ বছর বয়সী শিশুদের সাথে পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উপহার হিসেবে বিজ্ঞান সামগ্রী পেয়ে খুশি শিশুরাও। একই সময়ে শিশুদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ চিত্রকর, অ্যানিমেটর এবং লেখক ক্রুটিস জবলিং। নজরুল মঞ্চে ‘চিলড্রেন'স ওয়ার্ল্ডস ফ্যান্টাসি' শীর্ষক আয়োজন ছিলো ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য। শিশুরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল জবিলং-এর সৃষ্ট বিভিন্ন চরিত্রের গল্প। বিখ্যাত ‘ওয়ারওয়ার্লাড’ ও ‘ম্যাক্স হেলসিং, মনোসটার হান্টার' সিরিজ নিয়ে এসময় শিশুদের সাথে কথা বলেন জবলিং।