ভুলে যাওয়া শিল্পের সন্ধান ড্যামরিম্পলের ‘ফরগটেন মাস্টার্স’



6666ঢাকা লিট ফেস্টের নবম আসরের দ্বিতীয় দিন শুক্রবার (৮ নভেম্বর) বাংলা একাডেমির কসমিক টেন্টে ইতিহাসবিদ উইলিয়াম ড্যামরিম্পল তার প্রকাশিতব্য মুঘল চিত্রকলার বই ‘ফরগটেন মাস্টার্স: ইন্ডিয়ান পেইন্টিং ফর দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নিয়ে আলোচনা করেন। বইটি ২০২০ সালের ২৪ জানুয়ারি বাজারে আনবে পেঙ্গুইন।

‘উইলিয়াম ড্যামরিম্পল: ফরগটেন মাস্টার্স’ শীর্ষক এই সেশনে উইলিয়াম ড্যালরিম্পল বলেন, ‘বাঙালিদের কেউ পড়াশোনার জন্য ইউরোপে গিয়ে সেখানকার কাউকে বিয়ে করলো, তখন তাদের মধ্যে সংস্কৃতিরও আদান-প্রদান হবে। আবার ইংরেজরা ভারতবর্ষে ব্যবসা করতে আসায় তাদের সাংস্কৃতিক প্রভাব পড়ে এ অঞ্চলে। এ কারণেই ভারতবর্ষের আর্টের সঙ্গে পাশ্চাত্য আর্টের মিল পাওয়া যায়।’
উইলিয়াম ড্যালরিম্পলই লন্ডনে প্রথম ভারতীয়দের আঁকা মুঘল আর্টিস্টের পেইন্টিং নিয়ে এক্সিবিশন করতে যাচ্ছেন। আগামী ৪ ডিসেম্বর শুরু হয়ে এটি শেষ হবে ২০২০ সালের ১৯ এপ্রিল। এই এক্সিবিশনে স্থান পাবেন শেখ জেইন আল দীন, ভবানী দাস, শেখ মুহাম্মদ আমির, সীতা রাম ও গোলাম আলী খান। এই আর্টিস্টদের নিয়েই আলোচনা করা হয়েছে ড্যালরিম্পনের প্রকাশিতব্য বইটিতে।