ভাষা নিরপেক্ষ জাতি গঠনের তাগিদ রাজা দেবাশীষ রায়ের

sathi chakmaচাকমা রাজা দেবাশীষ রায় বলেছেন, শুধু অসাম্প্রদায়িক নয়, ভাষা নিরপেক্ষ জাতি গঠন প্রয়োজন। ঢাকা লিট ফেস্ট-২০১৯-এর তৃতীয় ও শেষ দিন শনিবার (৯ নভেম্বর) সকালে ‘সেলিব্রেটিং দ্য ইয়ার অব ইনডিজেনাস ল্যাঙ্গুয়েজেস’ শীর্ষক সেশনে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার রুমে অনুষ্ঠিত সেশনটি সঞ্চালনা করেন গবেষক মুক্তশ্রী চাকমা।
রাজা দেবাশীষ রায় বলেন, ‘ভাষার সঙ্গে একটি জাতির কৃষ্টি-সংস্কৃতি জড়িত। সব ক্ষুদ্র নৃগোষ্ঠীকে শুধু অর্থনৈতিকভাবেই নয়, তাদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা— সবকিছু নিয়েই লড়াই করতে হচ্ছে। তাদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা হুমকির মুখে। শুধু অসাম্প্রদায়িক নয়, ভাষা নিরপেক্ষ জাতি গঠন প্রয়োজন।’