ধর্ম প্রতিমন্ত্রীর অপসারণ দাবি তরিকত ফেডারেশনের

তরিকত ফেডারেশনের সংবাদ সম্মেলনআলেম-ওলামাদের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ এনে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন (পিটিএফ)। সোমবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির মুখপাত্র মাওলানা জাকির হোসাইন।

জাকির হোসাইন অভিযোগ করেন, ‘ধর্ম প্রতিমন্ত্রী সরকারি আলিয়া মাদ্রাসা ও কওমি মাদ্রাসার আলেম-ওলামাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। তিনি দেশের আলিয়া মাদ্রাসাগুলোকে কটাক্ষ করে আলেম-ওলামাদের অবজ্ঞা করেছেন।’

তরিকত ফেডারেশনের এই ‍মুখপাত্র বলেন, ‘ধর্ম মন্ত্রণালয় কোনও ব্যক্তি, গোষ্ঠী বা সম্প্রদায়ের একচেটিয়া প্রতিষ্ঠান নয়। ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সবার ধর্মীয় স্বাধীনতা ও স্বার্থ রক্ষা করা এ প্রতিষ্ঠানের দায়িত্ব। এমন একটি প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে প্রতিমন্ত্রী কোনোভাবেই নির্দিষ্ট কোনও ব্যক্তি, গোষ্ঠী, বিশেষ কোনও মতের বা দলের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে পারেন না।’ এসময় ধর্ম প্রতিমন্ত্রীকে অপসারণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এক সপ্তাহর মধ্যে সরকার এ ব্যাপারে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—সংগঠনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মনোয়ার হোসাইন রেজবী, উপদেষ্টামণ্ডলীর সদস্য আল্লামা সাইয়েদ মুহতাসিম বিল্লাহ রব্বানী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী প্রমুখ।