হেলিকপ্টারে দুর্গত এলাকা পর্যবেক্ষণ

হেলিকপ্টারে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পর্যবেক্ষণবিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে সোমবার (১১ নভেম্বর) সাতক্ষীরা জেলার ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি দল। এ দলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীনসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এম নজরুল ইসলামের নেতৃত্বে পর্যবেক্ষক দলটি বিমান বাহিনীর এডব্লিউ-১১৯ হেলিকপ্টারের মাধ্যমে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পর্যবেক্ষণ করেন। দুর্গত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ এবং দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনায় বিমান বাহিনীর পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সহায়তা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার (৯ নভেম্বর) দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।