নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্যে আসকের নিন্দা





আসকস্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গার আপত্তিকর মন্তব্যের নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। ওই মন্তব্য প্রত্যাহার করে রাঙ্গাকে নূর হোসেনের পরিবারসহ জাতির কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় সংগঠনটি।

আসকের নির্বাহী পরিচালক শীপা হাফিজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা শহীদ নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তাকে ‘ইয়াবাখোর’ বলেন। সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও অন্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। নূর হোসেনের হত্যার ঘটনায় তৎকালীন রাষ্ট্রপতি এইচএম এরশাদ বা তার সরকার দায়ী ছিল না বলেও মন্তব্য করেন মশিউর রহমান রাঙ্গা।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন। মিছিলটি গুলিস্তান জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশ গুলি ছোড়ে। গুলিবিদ্ধ নূর হোসেন শহীদ হন। এতে এরশাদবিরোধী আন্দোলন আরও জোরদার হয়ে উঠে। স্বৈরাচার এরশাদ সরকারের পতন ত্বরান্বিত হয়। এরপর থেকে নূর হোসেন গণতন্ত্রের মূর্ত প্রতীক হয়ে উঠেন। প্রতিবছর দিনটি শহীদ নূর হোসেন দিবস হিসেবে পালিত হয়। তবে ১৯৯৬ সাল থেকে জাতীয় পার্টি ১০ নভেম্বরকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করে আসছে।